বরষা
লিখেছেন লিখেছেন মামুন ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:১০:১২ দুপুর
বরষা
গ্রীষ্মের কাঠফাটা দহনের পরে
বর্ষা এল অতি গম্ভীর স্বরে।
ভেকেদের চীৎকারে উথলা ধরণী
উৎফুল্ল ফটিকে বর্ষার বরণী।
গুরু গুরু গর্জন করে যখন দেয়া
ময়ুর পেখম ধরে ফোটে বনে কেয়া।
কদমের শাখে শাখে রাশি রাশি ফুল
বর্ষায় ভেজে যেন মাধুরী অটুল।
ভিজেছে তমালতরু ভিজেছে বকুল
ধরনী সেজেছে বধু বর্ষা এলোচুল।
নদী-নালা খাল-বিল জলে ভরপুর
বর্ষা নিয়ে এলো সম্পদ প্রচুর।
চাষী ভাই হাল চষে ভিজে ভিজে বর্ষায়
ঝড়ো হাওয়া শাখে শাখে হরষে দোল খায়।
সাগরের নজরানা আষাঢ়ের বরষা
ধরণীকে শ্যামলীতে করে শুধু সরষা।।
বিষয়: সাহিত্য
৭৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গ্রামীন জনপদে বর্ষা জীবন চলাচলে কিছুটা সমস্যা সৃষ্টি করলেও সমূহ কল্যাণকর সম্ভাবনার দ্বার উন্মোচিত করে!
সুন্দর ও অর্থময়ী কাব্যিক নান্দনিকতার জন্যে অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইর!!
শুভ কামনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন